ভালবাসার গল্প বাংলা love story bangla

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, August 13, 2017

তুমি যে আমার ভালোবাসা

বসুন্ধরা সিটিটা কেন জানি আমার সব
সময়ই একটু
অস্বস্তিকর লাগে । ঠিক মানিয়ে
নিতে পারি না ।
এতো লোক, এতো হইচই ! আমার ঠিক
ভাল লাগে
না !
কিন্তু আজকে এতো কিছুর কিছুই যেন
আমাকে
স্পর্শ করছে না । এতো লোক জনের
ভিতরেও
আমার সব মনযোগ কেবল মাত্র সুমির
দিকেই
নিবদ্ধ !
ঐ তো দেখা যাচ্ছে । নিশ্চয়ই ওর কোন
বান্ধবীর কিংবা বন্ধুর সাথে
এসেছে !
গায়ে সাদা এপ্রোনটা এখনও জড়িয়েই
আছে !
নিশ্চয়ই ক্লাস থেকে সরাসরি এসেছে !
আচ্ছা ও কি ডাক্তার হয়ে গেছে ?
আমি একটু পেছনের কথা হিসাব করার
চেষ্টা করলাম
। কয় বছর হবে !
তিন বছর ?
নাকি চার বছর ?
চার বছরই হবে । নাহ ! এখনও মনে হয়
পুরোপুরি
ডাক্তার হয় নাই ! আমি নিজের চোখ
সরিয়ে নিতে
চাইলাম । কিন্তু কেন জানি পারলাম
না !
তাকিয়েই আছি সুমির দিকে !
ডাক্তার সুমি !
-সরি ! একটু লেট হয়ে গেল !
আমি বাস্তবে ফিরে এলাম ! অহীন
সামনে দাড়িয়ে !
-বেশি দেরি করে ফেলেছি ?
আসলে আমার মুখটা একটু গম্ভীর ছিল
বিধায় অহীন
মনে করেছে আমি মনে হয় রাগ
করেছি !
আমি মুখে হাসি আনার চেষ্টা করলাম !
বললাম
-আরে সমস্যা নাই ! আমিও মাত্রই
এসেছি ! এদিক
ওদিক দেখছিলাম !
অহীন আমার সামনের চেয়ারটা টেনে
বসলো !
খানিকটা ইতস্তর করে বলল
-আপনি কিছু মনে করেন নি তো ?
-কোন ব্যাপারে ?
-এই তো আপনাকে এখানে দেখা
করতে বললাম
বলে ! আপনি ছুটিতে আছেন তবুও
আপনাকে
বিরক্ত করলাম !
অহীন আমার কলিগ । প্রায় এক বছর ধরে
আমরা
একসাথে কাজ করতেছি ! মেয়েটা
ভাল ! দেখতে
শুনতেও ভাল ! শুধু ভাল না বেশ ভাল !
অফিসের
অনেকেই বলা বলি করে এই মেয়েটা
নাকি
আমাকে পছন্দ করে ! কিন্তু মুখ ফুটে কিছু
বলে
না ! আমি ঠিক জানি না ! কিন্তু গত
কালকে অহীন যখন
আমাকে ফোন করে দেখা করতে
চাইলো একটু
অবাক হলাম ! অফিসের বাইরে
আমাদের দেখা করার
মত এতো ঘনিষ্ঠতা এখনও হয় নাই ! যদিও
অফিসে
আমার কথা বার্তা হয় প্রায় !
আমি অহীনের মুখের দিকে তাকিয়ে
একটা জিনিস
লক্ষ্য করলাম । মেয়েটার মুখ কিছু
সংকুচিত হয়ে
আছে লজ্জায় !
তার উপর মেয়েটা বেশ জেগে গুজে
এসেছে !
আমি বললাম
-আপনাকে দেখতে সুন্দর লাগছে !
আপনি এতো
সুন্দর আগে তো লক্ষ্য করি নি ?
এই কথা বলাতে দেখলাম অহীনের
মুখটা আরো
বেশী লাল হয়ে গেল ! অন্য দিকে
তাকিয়ে বলল
-কোন দিন তো বলেন নি ?
-আপনিও তো আমাকে কোন দিন এই
ভাবে লাঞ্চ
খাওয়ার দাওয়াত দেন নাই ?
-বাহ ! সব কিছু আমাকেই করতে হবে ?
আমি কথাটার জবাব দিতে গিয়েও
দিলাম না ! চোখটা
আবার চলে গেছে সুমির দিকে ! এখনও
বন্ধুদের
সাথে হাসাহাসিতে ব্যস্ত !
আচ্ছা ওর কি কোন বয়ফ্রেন্ড আছে ?
নিশ্চয়ই আছে ! কোন ডাক্তার বয়ফ্রেন্ড
হবে
হয়তো ! আমাকে তো তাই বলেছিল !
যখন সিলেটে ছিলাম তখনই সুমিকে
চিনি । ও যখন
কলেজে পড়ে তখন থেকেই ওর সাথে
একটা
মিষ্টি সম্পর্ক ছিল ! প্রায়ই দিনে আমি
ভার্সিটির ক্লাস
কামাই দিয়ে ওর কলেজের সামনে
এসে দাড়িয়ে
থাকতাম । ও ঠিক কয়েকটা ক্লাস মিস
দিয়ে বের হয়ে
আসতো ! তারপর ঘন্টা হিসাব করে
রিক্সায়
ঘোরাঘুরি ! কোন দিন কাছের কোন চা
বাগানে
সময় কাটানো !
সুমির ডাক্তার হওয়ার বড় ইচ্ছা ছিল !
স্বপ্ন দেখতো
বড় একজন ডাক্তার হবে । এই জন্য সব কিছু
সে
বিষর্জন দিতে প্রস্তুত ! এই সব কিছুর
ভিতর যে আমি
নিজেও ছিলাম এটা বুঝতে পারি নি !
-কি ভাবছেন ?
-কিছু না ! কিছু খাবেন না ? লাঞ্চের
সময় হয়ে
যাচ্ছে ।
অহীন একট হেসে বলল
-আম তো বলেছি আমি খাওয়াবো !
টেনশন
নিয়েন না !
-আরে আমি টেনশন নিচ্ছি না ! আর
আমার কোন
কাজও নাই । আমি সারাদিনই এখানে
থাকতে পারবো !
-তাই ? থাকবেন আজকে আমার সাথে
সারা টা দিন ?
বসুন্ধরার পাশে যে লেইকটা আছে না !
ওটা আমার
খুব পছন্দের জায়গা ! এখানের পরে
ওখানে
যাবেন ?
-হুম ! যাওয়া যায় !
আরো কথা হতে থাকে আমাদের
ভিতর ! কিন্তু মনটা
কেন জানি সুমির দিকেই পরে থাকে !
সুমির হাসির
আওয়াজ কেন জানি কানে বাজতে
থাকে ! তারমানে
ও খুব সুখে আছে ?
আমি ?
আমিও ভাল আছি !
হুম ! আছিই তো ! কোন দুঃখ নাই ! ও যেমন
আমাকে ছেড়ে থাকতে পেরেছে
আমিও
পারবো না কেন ? ওর কথা মনে করাই
উচিৎ না !
অহীন বলল
-কি হল ? আপনার মন অন্য দিকে কেন ?
আমার সাথে
কথা বলতে ভাল লাগছে না !
-আরে কি বলেন ! আমার মন অন্য দিকে
না !
-আচ্ছা বুঝেছি ! আসুন আগে লাঞ্চ করা
যাক !
অহীন অর্ডার দিতে দিতে আমি এক
ওয়াস রুম দিকে
পা বাড়ালাম !
ওয়াস রুম থেকে বের হব এমন সময় সুমির
সাথে
দেখা হয়ে গেল ! সুমি ওয়াস রুমের ঠিক
সামনেই ও
দাড়িয়ে ছিল ! আমার কেন জানি
মনে হল ও আমার
জন্যই দাড়িয়ে ছিল ! প্রথম দেখা হলে
একটা অবাক
হওয়ার ভাব থাকে সুমি চেহারায়
সেটা ছিল না । তারমানে
আমি যেমন ওকে দেখেছি ঠিক সুমিও
আমাকে
দেখেছে আগেই !
আমি ওকে দেখেও না দেখার ভান
করে চলে
যেতে চাইলাম !
-অপু ?
নামটা এখনও মনে আছে দেখছি !!
যেদিন সুমির মেডিক্যাল ভর্তির
রেজাল্ট দিল সেদিন
ওর আনন্দ দেখে কে ! একদম মেধা
তালিকার
প্রথম দিকে !
আমার সাথে ওর আর দুই দিন পরে দেখা
হল ! এই
কয় দিন ও একটুও সময় বের করতে পারে
নাই !
আমরা রুপরংর টি স্টলের ভিতর
হাটছিলাম ! সুমিকে একটু
গম্ভীর মনে হচ্ছিল ! আমি হাটতে
হাটতে বললাম
-আজিব তো ! মানুষ রেজাল্টের আগে
টেনশন
করে আর তুমি রেজাল্টের পরে টেনশন
করতেছ ? কি ব্যাপার ? এতো গম্ভীর
কেন ?
সুমি প্রথমে কিছু না বললেও একটা
জায়গায় চুপ করে
বসে রইলো কিছুক্ষন ! ওর মুখ দেখে মনে
হল
কিছু একটা যেন বলতে চায় আমাকে !
কিন্তু বলতে
পরছে না ! আমি বললাম
-কিছু বলবা আমাকে ?
-হুম !
-বল !
-তুমি তো জানো আমি আমার
ডাক্তারীর পেশার
জন্য কতটা সিরিয়াস ?
-হুম ! জানি তো !
-আমার আর ডাক্তারীর মাঝে যেটাই
আসুক না কেন
আমি সব সময় ডাক্তারীকেই বেছে
নিবো !
-হুম আমি জানি ! সমস্যা কি ?
-অপু ! তুমি এখন আমার পথের বাঁধা হয়ে
আছো !
আমি প্রথমে কিছুক্ষন বুঝতে পারলাম
না কি
বলবো ! আমি ঠিক মত বুঝতেও পারলাম
না যে আমি
কিভাবে বাঁধা হয়ে দাড়াচ্ছি !
সুমি বলল
-দেখো, আমার মনে হয় তোমার সাথে
আমার
আর সম্পর্ক রাখা সম্ভব হবে ! একে তো
পড়া
লেখার চাপ তার উপর তুমি তো জানো,
ডাক্তাদের
সব সময় ডাক্তাদের সাথেই বিয়ে করা
উচিৎ ! তা না
হলে পরে অনেক সমস্যা হয় । আমি চাই
না এমন
সমস্যা হোক আমাদের ! তার চেয়ে ....
সুমি আরো কিছু বলছিল আমার কেন
জানি আর কিছু
কানে গেল না !
কেবল একটা কথাই ! আমি নাকি ওর
পথে বাঁধা ! ওর
লক্ষ্যের পথে বাঁধা !
তারপর সুমির সাথে আমার আর দেখা হয়
নি ! মোবাইল
থেকে ওর নাম্বার আর মেসেজ সব মুছে
দিয়েছি ! নাম্বারও বদলে ফেলেছি !
সম্ভাব্য যার যার
সাথে যোগাযোগ রাখলে ওর সাথে
আবার দেখা
হবার সম্ভাবনা ছিল এমন সবাইকেই বর্জন
করেছি !
এই চার বছর ভালই ছিলাম ! একটা বারও
ওর সাথে দেখা
হয় নাই !
আমি তবুও না শোনার ভান করে চলে
আসতে
চাইলাম !
-অপু ?
-আপনি আমাকে কিছু বলছেন ?
সুমি কিছুক্ষন একটু অবাক হল ! আসলে ও
ঠিক আমার
কাছ থেকে এমন আচরন আশা করে নাই !
সুক্ষ
একটা অপমান বোধের রেখা দেখতে
পেলাম
-অপু ! আমি ?
-আপনি ?
সুমি কথা হারিয়ে ফেলল !
-কিছু বলবেন ? বললে তাড়াতাড়ি বলুন !
আমার
গার্লফ্রেন্ড ওয়েট করছে !
-গার্লফ্রেন্ড ! তোমার গার্লফ্রেন্ড ?
-কেন ? কোন সমস্যা ?
সুমি এই কথার জবাব দিল না !
-দেখুন আমি ডাক্তার না হতে পারি
তবে আমি কম টাকা
ইনকাম করি না !
আমি ..........
আরো কিছু বলতে গিয়েও থেমে
গেলাম ।
নিজেকে একটু সামলালাম ! কিন্তু
অবাক হয়ে লক্ষ্য
করলাম সুমি কে দেখে কেন জানি
আমার খুব রাগ
হচ্ছে !
আমি বললাম
-আমি আসি !
-কি ব্যপার ? এতো গম্ভীর কেন ?
আমি হাসার চেষ্টা রকলাম ! কেন
জানি রাগটা এখনও
কমছে না ! কি করলে কমবে ?
আমি অহীনের দিকে সরাসরি
তাকিয়ে বললাম
-আপনি আমাকে বিয়ে করবেন ?
বলেই মনে হল কি বললাম !!
কেন বললাম ?
আসলে হুস হারিয়ে ফেলেছি ! কি
বলছি ঠিক বুঝতে
পারছি না !
অহীন কেবল আমার দিকে অবাক হয়ে
তাকিয়ে
রইলো কিছুক্ষন ! মুখে একটা অবাক হওয়ার
চিহ্ন !
-কি হল ?
-আপনি কি সিরিয়াস ?
-জি সিরিয়াস ! কররেন ? আজই ?
-আজই ?
-রাজি না থাকলেও বলতে পারেন
কোন সস্যা নাই !
অহীন আমার দিকে সত্যি বেশ অবাক
হয়ে তাকিয়ে
রইলো ! আমাকে যেন চিন্তে পারছে
না বা
বহুদিনের পরিচিত আমাকে যেন ঠিক
চিনতে পারছে
না ! আমি অহীনের দিকে তাকিয়ে
বললাম
-কি রাজি না ?
-আমি কি বলেছি আমি রাজি না ?
-তাহলে চলুন লাঞ্চ করেই বিয়ে করে
ফেলি !
তবে একটা শর্ত !
-কি !
-এই লাঞ্চের বিল কিন্তু আমি দিবো
না ! এটা কিন্তু
তোমাকেই দিতে হবে !
-আচ্ছা !
অহীন হেসে ফেলল ! বলল
-ঠিক আছে দিচ্ছি ! তারপর কাল
থেকে সব কড়ায়
গন্ডায় উসুল করবো কিন্তু !!
যখন রিক্সাটা কাজী অফিসের দিকে
যাচ্ছিল আমি
কেবল অনুভুব করলাম অহীন আমার হাত
ধরে
রেখেছে ! ওর চোখে একটা অজানা
আনন্দ !
হঠাৎ করেই আমাকে পাওয়ার আনন্দ !
আমার বুকের ভিতরেও একটা অজানা
ভাল লাগা ছিল !
এতো দিন কেবল মনে হয়েছে আমি
সুমি ভালবাসি !
আজকে আমার সেই ভুল ভেঙ্গেছে !
আমি
ওকে ভালবাসি না । আমার ভালবাসা
পাওয়ার যোগ্যতা ওর
নেই, আসলেই নেই !