ভালবাসার গল্প বাংলা love story bangla

Saturday, August 19, 2017

আম্মু আছে বাসায় তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিবে ওহহহ শাশুড়িটা এমন ভীলেন টাইপের কেন গো...

#টক_ঝাল_ভালোবাসা
তিশি...
- হুম শুনছি বলো...
- আই লাআআআআআআভভভ ইউ এত্ত গুলা...
- হ্যা জানি তো... তা এই ভর দুপুরে এমন তেল
দেয়ার কারণ কি শুনি...
- কোন কারণ নাই তো...
- কোন কারণ নাই এটা বললেও আমি বিশ্বাস করতে
পারছিনা ...
- কেন পারছো না??সত্যিইই আই লাআআআআভভভভ
ইউ এত্তগুলা......
- হু... আমি তো গাধী না ... অন্যসময় তো হাজার
বার বলতে বললেও তোর মুখ দিয়ে এই তিনটা
ওয়ার্ড বের হয়না আর এখন সেধে সেধে তাও
দুই বার বললি ... তোর মতলবটা কি শুনি?
- বিশ্বাস করো তিশি আমার কোন মতলব নাই... আমি
সত্যিইইই তোমাকে এত্তগুলা ভালোবাসি...
- তুই বলবি নাকি আমি ফোন রাখবো??
- এমন করো কেন তুমি সবসময়?...
- হু কি বলবি তাড়াতাড়ি বল...
- এভাবে ধমকালে কিন্তু বলবো না হুহ...
- ওলে বাবা ... না বললি যা ভাগ...
- সত্যি যাবো তো?...
- কই যাবি??
- তোমার কাছে...
- আম্মু আছে বাসায় তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই
দিবে...
- ওহহহ শাশুড়িটা এমন ভীলেন টাইপের কেন
গো...
- কি বললি??- কিছুনা...


Like share followers page and subscribe my YouTube channel 

YouTube- https://www.youtube.com/channel/UCfe8n5UGJfqkCNijyYrvHLg/feed

Page- https://www.facebook.com/shimunrube/

Blogger- https://shimunrubel.blogspot.com/?m=1

Love story- https://m.facebook.com/lovestorybangli/


- আচ্ছা শোনো না...
- হ্যা শুনছি আপনি বলেন...
- খুব ক্ষুধা লাগছে।কিন্তু মেসের মিল খাইতে ইচ্ছা
করতেছে না...
- হোটেলে থেকে খেয়ে আসো...
- উহু... যদি পেট খারাপ হয়??
- সেই ভয়ে কি না খেয়ে থাকবে নাকি??ট্রাই
তোহ করো...
- নাহ রিস্ক নিতে চাইনা... আর ব্যাটারা না জানি কিভাবে
রান্না করে... তুমি একটু বুঝার চেষ্টা করো...
- কি বুঝবো?
- তুমি তো অনেক ভালো বিরিয়ানি রান্না করতে
পারো...
- তোহ!?
- আজকে একটু পর কোচিং এ ক্লাস নিতে যাবে
না ??
- হ্যা যাবো...
- হাতে তো এখনো দুইঘন্টা সময় আছে
তোমার....
- হ্যা আছে... তো??
- আর কোচিং সেন্টারটা আমাদের মেস পার হয়ে
যাইতে হয়...
- হ্যা কোচিং সেন্টারে যাওয়ার রাস্তা আমি চিনি... গত
আটমাস ধরে সেইখানে আসা-যাওয়া করছি।
- তো বলছিলাম আর কি ...
- কি বলছিলা??
- আই লাভ ইউ...
- ঘুষ দিয়ে লাভ নাই এখন আমি কারোর জন্য হাত
পুড়িয়ে রান্না করতে যেতে পারবো না ...
- ওহহহহ...
- হ্যা...
- কি করো তুমি??
- কিছুনা ফোন রাখো...
- কেন??
- দেখি ফ্রিজে মাংস আছে কিনা... নয়তো কেউ
আবার মুখ ফুলিয়ে না খেয়ে শুয়ে থাকবে.........
- তিশিইইইই.........
- হুম...
- আই লাভ ইউ .........
- আমি ঘুষ নেইনা ...
- হাহা কিন্তু আমি ঘুষ দেই...
- শয়তানি বাদ দিয়ে গোসল করে
আসো....নয়তো দেখা হলে খামচি খাবে।ছোট
নখ দিয়েও কিন্তু খামচি দেয়া যায় বুঝছো
বাবুটা???.....

#Bristi_patuiary

0 মন্তব্য(গুলি):

Post a Comment